News:

আসসালামুয়ালাইকুম, ঐতিহ্যবাহী চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি 

টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া  ইউনিয়নের অন্তর্গত দড়িহাতীল  গ্রামে অবস্থিত। উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বিদ্যালয়টি অবস্থিত।

 

বিদ্যালয়টি ১৯৬৭ সালে ০১ জানুয়ারি প্রতিষ্ঠা লাভ করেন।এক নিবৃত পল্লীতে এলাকার কতিপয় হিতৈষী ব্যক্তিবর্গ ও আপামর জনসাধারণের সুপরামর্শে শিক্ষার প্রচার ও প্রসারে এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের লেখাপড়ার মানউন্নয়নের লক্ষ্য নিয়ে পল্লী চিকিৎসক সুধাংশ মোহন সাহা যিনি ডাঃ সুধাংশ মোহন সাহা নামে পরিচিত চাপড়ী বহুমুখী গণ উচ্চ  বিদ্যালয় নামক একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন।প্রতিষ্ঠানটি ভৌগলিক দিক দিয়ে মধুপুর উপজেলা ও পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার মাঝখানে অবস্থিত হওয়ার কারনে উভয় উপজেলার শিক্ষানুরাগী ব্যক্তিদের প্রচেষ্টায় গড়ে ওঠে।যার কারণে প্রতিষ্ঠানটি মধুপুর উপজেলায় অবস্থিত হলেও প্রতিষ্ঠানটির নামকরণ ঘাটাইল উপজেলার চাপড়ী নামক একটি গ্রামের নামানুসারে করা হয়।উভয় উপজেলার হত দরিদ্র ও পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রী এখানে লেখাপড়া করে।প্রতিষ্ঠানটি এলাকার সবার সার্বিক সহযোগিতায় পাঠদান অব্যাহত আছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই অত্র বিদ্যালয়ে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা চালু আছে।এছাড়া ২০১৩ সালে তৎকালীন খাদ্যমন্ত্রী বর্তমানে বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ড. মো.আব্দুর রাজ্জাক এমপির সার্বিক সহযোগিতায় এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিবর্গদের প্রচেষ্টায় বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিকে রুপান্তরিত করা হয়।১৯৬৭ সন হতে অদ্যবধি পর্যন্ত অসংখ্যবার শতভাগ পাসসহ একাধিক শিক্ষার্থী সরকারি বৃত্তিসহ ভালো ফলাফল করে আসছে।এস.এস.সি পরিক্ষায় অনেক ছাত্র-ছাত্রী প্রথম বিভাগ ( স্টার মার্ক) সহ বোর্ডে স্ট্যান্ড করেছে।জে.এস.সি এবং এস.এস.সি পরিক্ষায় অনেক শিক্ষার্থী গোল্ডেন A+ সহ অনেক শিক্ষার্থী A+ পেয়েছে।এছাড়া এইচ.এস.সির প্রথম বছরেই ২০১৫ সালে A+,২০১৬ সালে শতভাগ, ২০১৮ সালে মধুপুর উপজেলায় পাশের হারের দিক দিয়ে প্রথম স্থান (৯১.৩০%) অধিকার করার গৌরব অর্জন করে।বর্তমানে (২০২১ সালে) উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টিতে ৯৫২ জন শিক্ষার্থী রয়েছে।সর্বোপরি প্রতিষ্ঠানটির আগামী দিনগুলোর সফলতা ও সার্বিক সহযোগিতা এবং মঙ্গল কামনা করছি।

 

 

শফিকুল ইসলাম সবুজ

অধ্যক্ষ

চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মধুপুর, টাঙ্গাইল।

মুঠোফোনঃ ০১৭১৭৬২৫৫৩৯,০১৩০৯১১৪৩৬৪

ইমেইলঃsabujislam539@gmail.com

প্রতিষ্ঠানঃchaprisc114364@gmail.com

EIIN- 114364