CHAPRI BHAHUMUKHI GONO SECONDARY HIGH SCOOL
EIIN-114364
News:
শিক্ষা প্রতিষ্ঠানের নাম : চাপড়ী বহুমুখী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।
সংক্ষিপ্ত বর্ণনা :
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলাধীন কুড়ালিয়া ইউনিয়নের অন্তর্গত দড়িহাতীল গ্রামে অবস্থিত। উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে বিদ্যালয়টি অবস্থিত।
প্রতিষ্ঠাকাল : বিদ্যালয়টি ১৯৬৭ সালে প্রতিষ্ঠা লাভ করেন।এছাড়া ২০১৩ সালে বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিকে রুপান্তরিত করা হয়।